সনাতনী হিন্দুরা অন্য ধর্মের লোকদের চেয়ে বেশি সেকুলার বা ধর্মনিরপেক্ষ একথা অস্বীকার করার উপায় নেই । তারা ধর্ম নিয়ে তত বেশি মাথা ঘামায় না । তাদের ধর্ম নিয়ে কেউ বিরুপ মন্তব্য করলেও তত বেশি প্রতি ক্রিয়া দেখায় না(স্বল্প সংখ্যক ছাড়া)।
তাই বলে নিজের ধর্ম সম্পর্কে তেমন কিছু জানবে না,
ধর্ম চর্চা করবে না,এটা মেনে নেওয়ার মত না। আমি দেখেছি অতি উচ্চ শিক্ষিত সনাতনী হিন্দুদের মধ্যে অনেকেই নিজের ধর্ম সম্পর্কে বেশি কিছু জানে না,যা জানে তা বেশির ভাগ ক্ষেত্রে ভুল জানে ।
উচ্চ শিক্ষিত এমন সনাতনীদের ধর্ম সম্পর্কে জ্ঞানের
এমন পরিধি দেখে হতাশ না হয়ে পারা যায় না।
কিছু কিছু সনাতনী হিন্দু ছাত্র ছাত্রী মাসে বা বছরে কে
কয়টা বই পড়বে প্রতিযোগিতা শুরু করে দেয় এবং মাস শেষে বইয়ের ছবি বা তালিকা সহ মন্তব্য বা রিভিউ জুড়ে দেয় । সেখানে সনাতন ধর্মীয় গ্রন্থ বা বই খুঁজে পাওয়া কঠিন ব্যাপার । আমার তো সন্দে হয় বেশির ভাগ সনাতনী হিন্দু শ্রীমদ্ভগবদ গীতা পুরোটা পড়েনি ,বেদ,উপনিষদ,রামায়ণ ,মহাভারত,ভাগবতম, পুরাণ তো দূরের কথা!
যদিও ইদানিং গীতা বিদ্যালয় বিভিন্ন স্থানে স্থাপন করা হচ্ছে,গীতা পঠন ,পাঠন করা হচ্ছে,এটা একটা ভাল দিক । তবে এ উদ্যোগটা আরও বড় পরিসরে বাড়াতে হবে,গীতার পাশাপাশি সনাতন ধর্মীয় শাস্ত্র গ্রন্থ গুলোকে নিয়মিত পঠন পাঠন করতে হবে,অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে,তবেই প্রকৃত ভাবে লাভবান হওয়া যাবে একজন প্রকৃত সনাতনী হিন্দু হিসেবে ।
মানুষ মরণশীল,একদিন সবাইকে মরতে হবে। তবে নিজের ধর্ম সম্পর্কে কিছু না জেনে অন্ধের মত বিশ্বাস করে মরে যাওয়াটা আমার কাছে ততটা যুক্তিযুক্ত মনে হয় না। তাই আসুন,নিজের ধর্ম সম্পর্কে জানার জন্য নিজের ধর্মের শাস্ত্র গ্রন্থ গুলো অধ্যয়ন করার চেষ্টা করি ,নিজেকে প্রকৃত সনাতনী হিন্দু হিসেবে পরিচিত করে তুলি ।
0 Comments