১. সদা-সর্বত্র বিরাজমান তন্দ্রা-নিদ্রাহীন সদা সজাগ প্রতিনিয়ত করূণা
বর্ষণকারী সর্ব শক্তিমান হে প্রভু ! আমরা শুধু তোমারই মহিমা স্বরণ করি,
তোমারই জয়োগান গাই । প্রভু হে ! আমাদের সর্বোত্তম আত্নিক পথে, আলোকিত পথে
পরিচালনা করো । আমরা যেন সব-সময় সত্য-মিথ্যার পার্থক্যকে অনুধাবন করতে
পারি । [ঋগবেদঃ ৩.৬২.১০]
২. মহাপ্রভুর দৃষ্টিতে কেউই বড় নয়, কেউই ছোট নয়, সবাই সমান । প্রভুর আশীর্বাদ সবারই জন্য । [ঋগবেদঃ ৫.৬০.৫]
৩. বিশ্বাসীর হৃদয়েই প্রভু বসবাস করেন । আমাদের দেহই হোক প্রভুর মন্দির ।
আমরা যেন চিরদিন তাঁর সত্যিকারের দাস হিসেবে থাকতে পারি । আমাদের জীবনের
সকল অর্জন তার চরণে সমর্পণ করতে পারি । [ঋগবেদঃ ১.৯১.১৩]
৫. মন চলে যায় আকাশে, পাতালে, পাহাড়ে, সাগরে । মনকে নিয়ে আসো নিজেরই অন্তরে, যেন তা থাকে তোমারই নিয়ন্ত্রণে । [ঋগবেদঃ ১০.৫৮.২]
৬. স্রষ্টা প্রেমের অমিয়ধারা প্রবাহিত হোক আমাদের অন্তরে, আমাদের শিরায়
শিরায় । তাহলেই আমরা সকল প্রতিকূলতার মুখোমুখি দাড়াতে পারব প্রশান্ত
হৃদয়ে । [ঋগবেদঃ ৮.৩২.১২]
৭.যারা সৎপথে কঠোর পরিশ্রম করেন এবং পরস্পরকে সহযোগিতা করে তাদেরকেই প্রভু সাহায্য করেন । [ঋগবেদঃ ৪.২৩.৭]
৮. সৎকর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে । দেহ মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে । সকল প্রতিকূলতার ওপর বিজয়ী করে । [ঋগবেদঃ ৫.১৫.৩]
৯. কখনো জুয়া খেলবে না । পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ কর ও পরিতৃপ্ত থাকো । পরিশ্রমলব্ধ সম্পদই সত্যিকারের সুখ দিতে পারে । [ঋগবেদঃ ১০.৩৪.১৩]
১০. হে নেতা ! হে পুরোধা ! নির্ভীকভাবে সত্য ভাষণের নৈতিক শক্তিতে তোমাকে বলীয়ান হতে হবে । [ঋগবেদঃ ৮.৪৮.১৪ ]
১১. হে প্রভু ! আমাদের সর্বোত্তম সম্পদ দান করো; দান করো কালজয়ী মন, আত্মিক
সুষমা, অনন্ত যৌবন, আলোকজ্জ্বল রূপ আর মধুর বচন । [ঋগবেদঃ ২.২১.৬]
0 Comments