হে সনাতনী হিন্দু, সপ্তাহে অন্তত এক দিন সকলে মিলে মন্দিরে বসুন। কিছুক্ষণ ধর্মীয় আলোচনা ও কীর্তন শেষে সবাই মিলে সংঘবদ্ধ হওয়ার পদক্ষেপ নিন। সকলেই একে অপরের পাশে থাকুন। টিকে থাকার লড়াইয়ে, নিজ সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার লড়াইয়ে একতাবদ্ধ হওয়ার বিকল্প নাই। সংখ্যায় অতি নগন্য হয়েও ইহুদীরা একত্রিত হয় বলেই এতটা একতাবদ্ধ থাকতে পারছে। একতা বদ্ধ বলেই তারা সংখ্যায় কম হলেও সারা বিশ্বকে নাড়িয়ে দিতে পারছে ।
মানুষ তো দেখেও শেখে, পরিবেশের প্রভাবে হলেও শেখে, কিন্তু হিন্দুরা ধর্মীয় আলোচনা, একতাবদ্ধ হওয়ার শিক্ষা গ্রহণ করতে পারলো না। শুধু পূজায় নাচগান করে, দিন-রাত কীর্তন করে টিকে থাকার লড়াইয়ে জয় পাওয়া যাবে না ।
গীতায় ভগবান্ বলেছিলেন...
क्लैब्यं मास्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ॥
ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতৎ ত্বয্যুপপদ্যতে।
ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্যং ত্যক্ত্বোত্তিষ্ঠ পরন্তপ॥ ২.৩
হে পার্থ (অর্জুন), পৌরুষহীনতা প্রাপ্ত হয়ো না, এই রকম কাপুরুষতা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে ওঠো।
0 Comments